কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন— এড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি
কামরুল হাসান।। কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের যৌথ আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও তালা- কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি, প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কর্তৃক কৃষি প্রণোদনাসহ বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে কৃষকদের সময়োপযোগী চাষাবাদে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন, উপ সহকারী উদ্ভিদ কর্মকর্তা জিয়াউল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুচ আলী, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী প্রান্তিক কৃষক ও সুধিজন।
উল্লেখ্য, খরিপ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসাবে উপজেলার ১ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট( ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ(এমওপি) সার বিতরণ করা হয়েছে।
Please follow and like us: