আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক হওয়ায় সংবর্ধনা প্রদান ও এন আই ইসলামী লাইব্রেরী’র আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক হওয়ায় সংবর্ধনা প্রদান ও এন আই ইসলামী লাইব্রেরী’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি পাইওনিয়ার ক্লাব ও এন আই ইসলামী লাইব্রেরীর যৌথ উদ্যোগে ফিংড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাইওনিয়ার ক্লাবের উপদেষ্টা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে ফিতা ও কেক কেটে এন আই ইসলামিয়া লাইব্রেরীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও এন আই ইসলামী লাইব্রেরীর সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, এড স্যমুয়েল ফেরদৌস পলাশ, জেলা পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল ফেরদাউস আলফা, শেখ মোনায়েম হোসেন, গোলাম কিবরিয়া শাহীন, ইউপি সদস্য মাহফুজ সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রতœা রানী সরকার, সিদ্দিকুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পাইনিয়ার ক্লাবের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আলহাজ্ব মো. নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ি পাইওনিয়ার ক্লাবের সভাপতি ও এন আই ইসলামিয়া লাইব্রেরীর সভাপতি মো. সেলিম রেজা, ও সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জামরুল।