শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী এমপি হাবিবের বিরুদ্ধে পিপি লতিফের জিডি
স্টাফ রিপোর্টার:
কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে জিডি করেছেন সাতক্ষীরার পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল লতিফ। গতকাল ২৯ জুন সাতক্ষীরা সাতক্ষীরা সদর থানায় উক্ত জিডি রেকর্ড করা হয়। জিডি নং ২০৩৯।
জিডিতে এড. আব্দুল লতিফ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় ৩০-০৮-২০০২ তারিখে ১১.৫০টায় কলারোয়া বিএনপি অফিসের সামনে রাস্তায় হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি বহরে গুলিবর্ষণ ও বোমা হামলা করে। এ সংক্রান্ত ২টি মামলায় বুধবার সাতক্ষীরা বিশেষ ট্রাইব্যুনাল-৩ এ সাক্ষীর জন্য দিন ছিল। মামলা চলাকালীন বাংলাদেশের অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এস. এম মুনির, সহকারী এ্যাটর্নি জেনারেল মুহাম্মাদ শাহীন মীরা, সুপ্রীম কোর্ট বার এসোসিযয়শনের ভাইস প্রেসিডেন্ট এড: মোহাম্মদ হোসেন আদালতে উপস্থিত থাকেন। বিজ্ঞ বিচারক দুপুর অনুমান ১২.৪৫ মিনিটের সময় মামলার পরবর্তী তারিখ ১৪-০৭-২২ খ্রি: তারিখ ধার্য্য করায় এজলাস কক্ষ ত্যাগ করার সময় আদালত কক্ষে থাকা উক্ত মামলার আসামী হাবিবুল ইসলাম হাবিব এবং আরো কতিপয় আসামী অতিরিক্ত এ্যাটন এ এম মুনীরকে সরাসরি জীবননাশের হুমকি প্রদান করেন এবং উচ্চস্বরে বিভিন্ন রকম হুমকি ও ভয়ভীতি দেখাইতে থাকে এবং বিভিন্ন জনিসপত্র অতিরিক্ত আটর্নি জেনারেলের দিকে নিক্ষেপ করতে থাকে। জিডিতে মামলার পরবর্তী ধার্য দিনে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার কথা বলা হয়েছে।