বি.এল কলেজ ছাত্রলীগের ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন
Post Views:
২৭৪
নিজস্ব প্রতিবেদকঃ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে খুলনাতে অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কেন্দ্রে স্থাপন করেছে ব্রজলাল কলেজ ছাত্রলীগ।
নতুন শিক্ষার্থীদের ভর্তি জটিলতা ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এ কেন্দ্র স্থাপন করা হয়।
বুধবার সকালে ভর্তি সহয়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল, সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি, যুগ্মসাধারণ সম্পাদক শেখ আল আমিন সাগর, ছাত্রলীগ নেতা আলামিন, রেজওয়ান, সুজন, সাগর সরকার,সোহাগ, প্রমুখ।
এসময় রাকিব মোড়ল ও নিশাত ফেরদৌস অনি বলেন,বি.এল কলেজ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো এবং ভবিষ্যতে ও থাকবে।