শ্যামনগর নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ
শ্যামনগন প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ব্যক্তি কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে কেরামত গাজী (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে স্ত্রীকে নিয়ে মাদার নদীতে বরশি দিয়ে মাছ ধরতে গেলে নদীতে থাকা জাল ধরা কাছিতে বরশি আটকে যায়। নদীতে আটকে যাওয়া বরশি ছাড়াতে নদীতে ডুব দিয়ে আর ফিরে আসেনি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তার স্ত্রী চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।
এক পর্যায়ে তাকে খুঁজে বের করার জন্যে ফায়ার সার্ভিস টিমকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
কৈখালী ইউপি চেয়াম্যান আব্দুর রহিম নিখোঁজের বিষয় নিশ্চিত করে বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছে বিষয়টি শুনেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিকে খোঁজা অব্যাহত রেখেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।