কলারোয়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
কামরুল হাসান।।
কলারোয়ায় মাদক দ্যব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আবু বকর ছিদ্দীক, প্রফেসর আব্দুল মজিদ, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার ইন্সপেক্টর তাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আশেকুজ্জামান, উপজেলা সমবায় অফিসার সৈয়দ হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইফুল আলম, অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রেহেনা সুলতানা, পৌর কাউন্সিলর জি,এম শফিউল আলম শফি, তুহিন হোসেন, মাদরা বিওপির কোম্পানি কমান্ডার ফরিদ সরদার, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু মিয়া, ইউপি সচিব আনিছুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, কামরুজ্জামান, শিক্ষক কবিরুল হায়দার, উত্তম কুমার, আব্দুল মালেক, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান, আবু হানিফ, ব্যবসায়ী হাজী মিনাজ উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় নেতা ও সুধিজন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
Please follow and like us: