ইবিতে রোভার সহচর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর স্তরের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। আজ (শনিবার) বেলা সাড়ে ৩টায় ইবি রোভার স্কাউট গ্রুপের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোভার ডেনে স্বাস্থ্যপরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, রোভার স্কাউট লিডার প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, সিনিয়র রোভারমেট ও ইউনিট কাউন্সিল সভাপতি আখতার আজাদ এবং ইউনিট কাউন্সিল সাধারণ সম্পাদক মুসা হাশেমীসহ অন্যান্য রোভার ও গার্ল-ইন রোভাররা।
রোভার স্কাউট সূত্রে জানানো হয়, আগামী ২৬ ও ২৭ জুন ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ওয়েবসাইট www.iursg.org থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ২২ জুন লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৪০০ জন ভর্তিচ্ছু। এর মধ্যে দুই শিফটের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৫৭ জন।