ট্রাকচাপায় প্রাণ গেল ৫ শিক্ষকের

নিউজ ডেস্ক:

নওগাঁয় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচ শিক্ষক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সদর থানার এসআই জানান, নিহত পাঁচজনের সবাই শিক্ষক ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ শিক্ষক ও একজন নারী শিক্ষক রয়েছেন।

স্থানীয়রা জানায়, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন শিক্ষকরা। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে পৌঁছালে তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন শিক্ষক নিহত হন। আহত হন আরো কয়েকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)