বেনাপোলে পরিবহনের বাসের সিটের নিচে ১০ পিস সোনারবার উদ্ধার
আঃজলিল:
চট্রগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্যে আসছে। এই বাসে করে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নিচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। এসময় সোনার কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।
Please follow and like us: