পদ্মা সেতুর উদ্বোধনের দিন বুয়েটের সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক:

সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামী শনিবার (২৫ জুন)৷মহাধুমধামে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন সব ক্লাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়৷

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, ১৮ জুন বুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের দিন সব ক্লাস বন্ধ রাখার আবেদন করা হয়৷ তারা টেলিভিশনেই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে চান৷ এর পরিপ্রেক্ষিতে ওই দিন বুয়েটে সব ক্লাশ বন্ধ রাখার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)