বাসরঘরে অপেক্ষায় স্বামী, টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ উধাও
নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে জুলেখা বেগম নামে এক নববধূ নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বন্দর থানায় জিডি করেছেন নিখোঁজের স্বামী। ২২ বছর বয়সী জুলেখা বন্দরের একরামপুর এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী ও একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর ৫টার দিকে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জুলেখা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে থানায় জিডি করেন নববধূর স্বামী ইব্রাহিম।
ইব্রাহিম মিয়া জানান, ১৭ জুন ইসলামি শরিয়া মোতাবেক জুলেখাকে বিয়ে করেন তিনি। শনিবার বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন তার স্ত্রী। এরপর আর ফেরেননি।
বন্দর থানার ওসি দীপক চন্দা সাহা বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ নববধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।