দেবহাটায় ইয়াবা ব্যবসায়ী ও দুই পলাতক আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটায় অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোখলেছুর রহমান ওরফে সোহাগ (২৩) নামের এক মাদক ব্যবসায়ী ও দুজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারকৃত মোখলেছুর রহমান সোহাগ উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অপর দুই পলাতক আসামী সিআর ৭১/২০ মামলার সাজাপ্রাপ্ত খেজুরবাড়িয়া গ্রামের আলহাজ্ব আবুল কাশেমের ছেলে মুনসুর আলী এবং সিআর ২১/১৭ মামলায় সাজাপ্রাপ্ত পারুলিয়ার রজব আলীর ছেলে সেলিম উল্লাহ।
দেবহাটা থানার এএসআই শামীম হোসেন ও এএসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ ওবায়দুল্লাহ।