আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা
Post Views:
৩১৪
আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। ইউএইচএ ডাঃ মিজানুল হকের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত, আরএমও ডাঃ দিপন বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশান অফিসার আবুল কালাম মোড়ল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, সেনিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সকল পান বিড়ি সিগারেটের দোকান বন্ধ করা, সকল হাট বাজার ও লোক সমাগমপূর্ণ স্থানে ধুমপানের ভয়াবহতা বিষয়ক সাইন বোর্ড স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।