৯৯৯-এ কল দিয়ে চেঁচামেচি, পুলিশ আসতেই জানালেন আংটি খুঁজে পাচ্ছেন না

ঘুম ভাঙতেই হাতের আংটি খুঁজে পাচ্ছিলেন না গৃহবধূ শাহনাজ বেগম। এ নিয়ে স্বামীর সঙ্গে হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান নিজেকে উদ্ধারের আকুতি।

এমন আকুতিতে তড়িৎগতিতে তার বাড়িতে ছুটে যায় পুলিশ। এরপরই দেখা যায় অদ্ভুতকাণ্ড।  পুলিশ দেখে- স্বামীর সঙ্গে দিব্যি বসে আছেন অভিযোগকারী নারী। জরুরি সেবায় ফোনের বিষয়ে জানতে চাইলে দেন আংটি হারানোর নালিশ।

সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে নিজেকে উদ্ধারের আকুতি জানান এক নারী। ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি- সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের আংটি খুঁজে পাচ্ছিলেন না ওই নারী। এ নিয়ে স্বামীকে সন্দেহ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে ৯৯৯-এ ফোন দেন তিনি। এর বাইরে অন্য কোনো অভিযোগ আমরা পাইনি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)