শ্যামনগরে ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
অনাথ মন্ডল, শ্যামনগর :
২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) জোন অধীনস্থ কেখালী বিসিজি স্টেশান। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) বাগেরহাট লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান এর পক্ষে জোনাল কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন সোমবার আনুমানিক রাত ১১ টায় ৪০ মিনিটে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশান কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত হরিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ ০১ জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার মোতারাপুর গ্রামের স্বপন মন্ডল এর পুত্র কানায় মন্ডল (২৫)। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: