রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পেলেন পতিত পাবন মণ্ডল
Post Views:
৩২১
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব হায়া আলী গাজী গত ১৭ মার্চ ২০২২ তারিখে আকস্মিক মৃত্যুবরণ করায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ বিষয়ে একাধিক ব্যক্তি উপজেলা আওয়ামীলীগ বরাবর আবেদন করেন। উক্ত বিষয়টি নিয়ে সাংগঠনিক নির্দেশনা গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবহিত করেন উপজেলা আওয়ামীলীগের পরবর্তীকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এর মোবাইল ফোনের মাধ্যমে নির্দেশনা মোতাবেক রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে পতিত পাবন মণ্ডলকে দায়িত্ব প্রদান করেছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। উক্ত কমিটির অন্যান্য সকল সদস্যদের নিয়ে গঠনতান্ত্রিক ভাবে দলীয় ঐক্য বজায় রেখে দল পরিচালনার জন্য নির্দেশনা দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সাংসদ সদস্য এসএম জগলু হায়দার এবং সাধারণ সম্পাদক আতাউল হক দোলন ।