আশাশুনিতে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) বিকালে উপজেলা বিআরডিবি চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এনএমবি রাশেদ সরোয়ার শেলী সভাপতি ও মতিলাল সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কৃষকলীগের আশাশুনি উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিত সাধু। প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। মতিলাল সরকারের স ালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, কার্যকরী কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি, তরুনলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম শফিউল্লাহ, কৃষকলীগ জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান ও কৃষকলীগ বড়দল ইউনিয়ন সভাপতি আছাদুল ইসলাম ফকির।
সম্মেলনে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার বাছাড় দিপু, গোলাম কুদ্দুছ ময়না, সামছুল আলম জুয়েলসহ উপজেলার সকল ইউনিয়নের কৃষকলীগের কাউন্সিলার ও ডেলিগেডবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষকলীগ কমিটি ভেঙ্গে দেওয়া হয় এবং কাউন্সিলার ও ডেলিগেডদের সম্মতিক্রমে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এনএমবি রাশেদ সরোয়ার শেলীকে সভাপতি ও মতিলাল সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এরআগে অনুষ্ঠানের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষ রোপন করা হয়।