পদ্মাসেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন

নিউজ ডেস্ক:

পদ্মাসেতুর উদ্বোধনে সুধী সমাবেশে আমন্ত্রণ জানানো হবে ৩ হাজার সুধীজনকে। আগামীকাল সোমবার থেকে বিতরণ শুরু করবে সেতু বিভাগ।

এ তালিকায় রয়েছেন- বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, নির্মাণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকরা।

রোববার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি বলেন, আমন্ত্রণপত্র আজকে হয়তো পুরোপুরি প্রস্তুত হবে। আগামীকাল থেকে বিতরণ শুরু করা হবে। মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আমন্ত্রণ পাবেন ৩ হাজার সুধীজন। জাজিরা প্রান্তে জনসভা হবে। সেটা সবার জন্য উন্মুক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে এ সুধী সমাবেশ করে পদ্মাসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)