তালায় বিষাক্ত সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু
Post Views:
৫৩১
তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় বিষাক্ত সাপের দংশনে ডলি খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামের ইট ভাটা শ্রমিক ইকবাল হোসেন খাঁ’র স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (১৬ জুন) রাতে। নিহত গৃহবধূর ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্বজন জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তারা একসাথে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময়ে বিষাক্ত সাপ ইকবালের স্ত্রী ডলি খাতুনকে দংশন করে। সকালে ডলি খাতুনের শিশু কন্যার পিঠের নীচে সাপটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।