কলারোয়া বেত্রবতী হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
Post Views:
৪০৮
কামরুল হাসান:
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর দিথী খাতুন। সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রাধাপদ ঘোষ, গণপতি বিশ্বাস, রোজিনা খাতুন, সাংবাদিক এমএ সাজেদ, মাওলানা ইছাহক আলী, জাকির হোসেন, শেখ ইমামুল ইসলাম, সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, বিদায়ী শিক্ষার্থী অর্ণবী পাল রিয়া, আশরাফুল আমিন রুহান, শেখ অশিকুর রহমান, মোহিত লাল বিশ্বাস, সুরাইয়া খাতুন, অথৈ পাল রিংকু, পার্থ পালসহ স্কুলের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী এবং আমন্ত্রিত সুধিজন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান। অনুষ্ঠানে অতিথিদের পুষ্পমাল্য দিয়ে এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় অন্যান্য শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।