চট্টগ্রাম বিমানবন্দরে সোনাসহ ধরা খেলেন দুবাইফেরত মাসুদ
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনা ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মাসুদ রানা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান সকাল ৮টার দিকে। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়।
Please follow and like us: