দেবহাটা মাদকদ্রব্য বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালা
মোমিনুর রহমানঃ
দেবহাটায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবাবর কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রাণি সম্পদ অফিসারে ডাঃ তোহিদ হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সাব- জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জুয়েল, খানজিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম, দেবহাটা ক্যাম্প কমান্ডার বশির উদ্দীন, টাউনশ্রীপুর ক্যাম্প কমান্ডার মোশারুল আলম, ভাতশালা ক্যাম্প কমান্ডার বাবুল হোসেন, শাখরা-কোমরপুর ক্যাম্প কমান্ডার নুরুল ইসলামসহ দেবহাটা উপজেলার সকল ইউনিয়নের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী।