আশাশুনিতে কৃষকদের নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনিঃ
আশাশুনিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি দপ্তর আশাশুনির আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও এসএপিপিও আঃ গনির সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপন মল্লিক। সভায় প্রকল্পের ওয়েব পোর্টাল নিয়ে আলোচনা করা হয়। ওয়েব পোর্টালে আবহাওয়া পূর্বাভাষ ও আবহাওয়া সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যা, প্রয়োজনীয় পরামর্শ থাকে। প্রত্যেক ইউনিয়ন পরিষদে অটোমেটিক রেইন গেজ বসানো আছে ও ডিসপ্লে বোর্ড আছে। যেখানে কৃষি সম্পর্কিত সকল তথ্য সন্নিবেশিত থাকে। এসব বিষয়সহ কৃষি সেক্টরের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। সেমিনারে শিক্ষিত ও এনড্রয়েট ফোন ব্যবহারকারী ৫০ জন কৃষক কৃষানী অংশ নেন। ক্যাপশান ঃ আশাশুনিতে কৃষকদের নিয়ে রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান