স্বাস্থ্য সহকারী কামরুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ
Post Views:
৬০২
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য সহকারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা খাতুন, সি এইচ সি পি সাতক্ষীরা হাসানুর রহমান প্রমুখ।
হয়েছে।মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা খাতুন, সি এইচ সি পি সাতক্ষীরা হাসানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিক থেকে গত সোমবার ঔষধ ছিনতাই করার সময় ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী এস এম কামরুল ইসলাম বাধা দিলে তাঁর উপরে হামলা চালানো হয়। এই হামলা কারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সকল কর্মচারী বাংলাদেশ একযোগে কর্মবিরতি
পালন করবে।
উল্লেখ্য,গতকাল ১৩জুন সোমবার সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত হয়। ক্লিনিক ভাংচুর, ওষধপত্র ছিনতাইকালে বাঁধা দেওয়ায় তাকে কোপানো হয়। এ
ঘটনায় জড়িত বিল্লাল হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।