ব্রণ থেকে মুখে দাগ? বাড়িতে চারটি উপকরণ থাকলেই চলবে
লাইফস্টাইল ডেস্ক:
ব্রণ হওয়া বিরক্তিকর। কিন্তু ব্রণ কমে যাওয়ার পরও দাগ থেকে যাওয়া আরও বিরক্তিকর। তা থেকে মুক্তি মিলবে কী ভাবে?
ব্রণ হলে এমনিতেই মুখ ভার হয়ে যায়। তা কমানোর জন্য চেষ্টাও থাকে। কেউ চন্দনবাটা লাগান, কেউ বা অন্য কোনও ওষুধ ব্যবহার করেন। কিন্তু ব্রণ শুকিয়ে গেলেও অনেক সময়ে থেকে যায় দাগছোপ। তা আরও মন খারাপ করে দেয়। চেহারা থেকে হারিয়ে যাওয়া জেল্লা কী ভাবে ফেরানো যাবে, তা নিয়েই চলতে থাকে ভাবনচিন্তা।
ঘরে বসেই কিন্তু হতে পারে সমস্যার সমাধান। প্রয়োজন মাত্র চারটি উপকরণ।
কী কী লাগবে ব্রণর দাগ থেকে মুক্তি পেতে?
১) টম্যাটো
২) বেসন
৩) অ্যালোভেরা জেল
৪) গ্রিন টি
Please follow and like us: