কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০ম বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায়—-ডিসি মোহাম্মদ হুমায়ুন কবির
কামরুল হাসানঃ
কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০ম বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। একইসাথে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্মদিন পালন করা হয়।
মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (আশাশুনি অঞ্চল) শেখ ফারুক হোসেন, কলারোয়া পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক। কলেজের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কাজীরহাট কলেজের প্রভাষক আশিকুর রহমানসহ কয়েকজন সুধি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ দিকে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ।
Please follow and like us: