আশাশুনিতে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টায় এতিম ও প্রতিবন্ধিদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টায় এতিম ও প্রতিবন্ধিদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ পরিচালক মাশরুবা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি প্রমুখ আলোচনা রাখেন। কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগের বিষয় নিয়ে আলোচনা রাখেন, ডিডিএলজি মাশরুবা ফরদৌস। কর্মশালায় গ্রুপ ওয়ার্কে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করা হয়। সবশেষে দলগত কার্যক্রমে প্রাপ্ত ফলাফলের সারসংক্ষেপ উপাস্থাপন করা হয়।
Please follow and like us: