আশাশুনি সরকারি কলেজে পুরস্কার বিতরনণ
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি সরকারি কলেজে আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ এর পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা ও পুরস্কার বিতরণ করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। প্রভাষক জাকির হোসেন ভুট্টর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক মহসিন আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জনকে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬ জনকে এবং কলেজে প্রস্তুতিমুলক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ৭ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ও প্রভাষক শিরিন বাহার যুথি। কবিতা আবৃত্তি করেন ওসি মোঃ মমিনুল ইসলাম।
Please follow and like us: