ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন রেজি: ১১৫৫ ও ১১৫৯ এর ত্রি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিনিধি :

আগামী শনিবার ১১ জুন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে
সাতক্ষীরা’র ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং
শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার লক্ষ্যে
সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনারগণ। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক
ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, সহকারী নির্বাচন
কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু ও সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন এবং ভোমরা
স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ,
সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শেখ তামিম আহমেদ সোহাগ ও সহকারী নির্বাচন কমিশনার শেখ
শাহাঙ্গীর হোসেন সাহিন জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন
করা হয়েছে। ১১জুন সকাল সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোমরা
স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোটার সংখ্যা ১২৫৩ জন এবং ভোমরা
স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ভোটার সংখ্যা ১১৯৮ জন। ভোটারগণ তাদের
ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই সাথে তাদের নেতা নির্বাচন করবেন।
ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর নির্বাচনে কে কোন পদে ও কোন
প্রতিক নিয়ে লড়ছেন-সভাপতি পদে মো. এরশাদ আলী প্রতীক মটরসাইকেল ও আনারুল ইসলাম প্রতীক
চেয়ার, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম গরুর গাড়ী, আলমগীর হোসেন প্রতীক রিকসা ও আরিজুল
ইসলাম প্রতীক মই, সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম প্রতীক বাইসাইকেল ও হাফিজুল ইসলাম
প্রতিীক আনারস, সহ-সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রতীক আপেল, রাজু হোসেন প্রতীক
টেলিভিশন ও মনিরুল ইসলাম প্রতীক ডাব, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম খেঁজুর গাছ,
খাদেমুল ইসলাম প্রতীক চশমা ও কুতুব উদ্দীন গাজী প্রতীক কাপ পিরিস, কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম
প্রতীক কবুতর ও আল-আমিন হোসেন প্রতীক শাপলা, প্রচার সম্পাদক পদে মো. কারিমুল ইসলাম প্রতীক
টেলিফোন ও সেলিম মোল্যা প্রতীক বল, দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান প্রতীক দোয়াত কলম, ইয়াছিন
আলী প্রতীক মোরগ ও ইদ্রিস আলী প্রতীক মাছ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে নুর ইসলাম প্রতীক
কলস ও মনিরুল ইসলাম প্রতীক কোদাল, সমাজকল্যাণ সম্পাদক পদে জাকির হোসেন প্রতীক টিয়া পাখী,
সিরাজুল ইসলাম প্রতীক কলম ও আমির হামজা প্রতীক ডালিম এবং কার্যনির্বাহী সদস্য পদে আল-
আমিন প্রতীক একতারা, নজরুল ইসলাম প্রতীক ব্যালচা, রেজাউল গাজী প্রতীক ঘুড়ি, মনিরুল ইসলাম
প্রতীক ছুটির ঘন্টা, ইউনুছ আলী প্রতীক লাটিম, শরিফুল ইসলাম প্রতীক খরগোশ, আঃ মালেক প্রতীক
টিফিন ক্যারিয়ার, মছিয়ার রহমান প্রতীক হাত কড়াত, হযরত আলী প্রতীক বেঞ্চ, আবু-হাসান প্রতীক
তবলা, লুৎফর রহমান প্রতীক মোমবাতি, রবিউল ইসলাম প্রতীক হুগ ও রফিকুল ইসলাম বৈদ্যুতিক বাল্ব।
অপরদিকে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর নির্বাচনে কে কোন পদে ও কোন
প্রতিক নিয়ে লড়ছেন- সভাপতি পদে মো. আনারুল ইসলাম প্রতীক পেয়েছেন বটগাছ, মো. রেজাউল
করিম প্রতীক ট্রাক, হারান চন্দ্র ঘোষ প্রতীক ছাতা ও নজরুল ইসলাম প্রতীক ঘোড়া, সহ-সভাপতি পদে
মো. তুহিন হোসেন প্রতীক উড়োজাহাজ ও মো. আলিম প্রতীক হাতি, সাধারণ সম্পাদক পদে মো.
মাসুদ আলম প্রতীক হাঁস, মো. হাবিবুর রহমান প্রতীক গীটার, মো. হাফিজুল ইসলাম প্রতীক সিংহ
ও মো. হারুনার রশিদ প্রতীক হারিকেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আলিম প্রতীক হাতপাখা
ও মো. সিরাজ মোল্যা প্রতীক আম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাইদ প্রতীক টেবিল মো.
শওকাত আলী প্রতীক ট্রাক্টর, কোষাধ্যক্ষ পদে সুজিত কুমার সরকার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত,
প্রচার সম্পাদক পদে মো. আলী হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, দপ্তর সম্পাদক পদে আসাদুল
ইসলাম প্রতীক সিলিং ফ্যান ও কৃষ্ণ পদ গাইন প্রতীক দোয়েল পাখি, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে
মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল কাশেম
প্রতীক বক, মো. আকরম হোসেন প্রতীক ইজিবাইক ও মো. সাদেক আলী প্রতীক টেবিল ঘড়ি, এবং
কার্যনির্বাহী সদস্য পদে মো. মুনছুর আলী প্রতীক পালকি, মো. রকিবুল হাসান হারুন প্রতীক
তলোয়ার, মনিরুল ইসলাম প্রতীক রেডিও, মহিদ বিশ^াস প্রতীক উদীয়মান সূর্য, মো. আঃ গফ্ফার
প্রতীক কলা, আলতাফ হোসেন প্রতীক গøাস, মো. আঃ ছাত্তার প্রতীক প্লাস ও মো. বাবলু হোসেন প্রতীক ইট। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং
শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচনকে কেন্দ্র করে ভোমরা
স্থলবন্দর এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)