আশাশুনিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিশাল মিছিল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নুপুর শর্মাদের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আশাশুনিতে তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
স¤প্রতি মহানবী মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মু’মিনীন আয়িশাহ (রাঃ)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল পৃথক অবমাননাকর মন্তব্য করে বিশ্ববাসীর হৃদয়ে বজ্রাঘাত করেছে। তাদের কটুক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে আশাশুনি সদরের বিভিন্ন মসজিদ থেকে জুম্মা নামাজ শেষে মুসল্লিরা পৃথক পৃথক নিয়ে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এসে একত্রিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদের সামনের সড়ক ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রতিবাদকারীদের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জায়েদ আব্দুল্লাহ ও সাংবাদিক এম এম সাহেব আলি। বক্তাগণ বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব।
ইহকাল এবং পরকাল উভয় জগতের মহান নেতা। যারা তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য প্রদানের ধৃষ্টতা প্রদর্শন করে, তারা কখনো সভ্য সমাজের সদস্য হতে পারে না। মুহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারের প্রতি সামান্য অসম্মানসূচক কোনো শব্দ উচ্চারিত হলে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। এব্যাপারে তাদেরকে গেস্খফতার ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে বিশ্ব মুসলিমদের সাথে একাত্বতা ঘোষণা করে বক্তাগণ ভারতকে হুঁশিয়ারী প্রদান করেন।