কালিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নামে অর্ধকোটি টাকা বানিজ্যের পায়তারা
Post Views:
৭৬৫
আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে অর্ধ কোটি টাকা বাণিজ্য করার পাঁয়তারা চালাচ্ছে ম্যানেজিং কমিটি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারান চন্দ্র ঘোষের সহযোগিতায় নাম মাত্র নিয়োগ বোর্ড বসিয়ে টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন তারা।
জানাযায়,সম্প্রতি মোজাহার মোমেরিয়াল স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক,কম্পিউটার ল্যাব এসেসটেন্ট, নিরাপত্তাকর্মী, পরিছন্নতা কর্মী ও আয়া নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এক জনের বিপরীতে প্রধান শিক্ষক পদে ৫ জন আবেদন করেছেন, সহকারী প্রধান শিক্ষক পদে ২১ জন, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিরাপত্তা কর্মী ৪ জন পরিচ্ছন্নতা কর্মী পদে ৫ জন।
আগামী ১১ জুন শনিবার সকাল ১০ টায় আবেদন কারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়োগ বোর্ডের মাধ্যমে গ্রহন করা হবে বলে জানিয়েছেন অত্র স্কুলের প্রধান শিক্ষক।
তবে ওই স্কুলের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন ও বিদ্যুৎসাহী সদস্য মোসলেম আলী মোটা অংকের টাকা নিয়ে উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুনকে প্রধান শিক্ষক পদে ও সহকারী প্রধান শিক্ষক পদে ওই স্কুলের সহকারী শিক্ষক আজবাহার আলীকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।
অনুসন্ধানে জানাযায়, মোজাহার উদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মোসলেম আলী ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি স্কুলের বিদ্যুৎসাহি সদস্য। তিনি স্কুলের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেনের আপন শ্যালক।
গত চার মাস আগে স্কুল পরিচালনা পরিষদ কমিটি গঠন করা হয়। নির্বিঘ্নে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য ওই কমিটির সভাপতি ও বিদ্যুৎসাহি সদস্য চেষ্টা করছে বলে জানাগেছে।
এবিষয়ে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র ঘোষ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বানিজ্য ঘটনা আমার জানা নেই, যেভাবে হোক তিনি স্বচ্ছ নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান।
বিষয়টি জানার জন্য মোজাহার মোমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, আগামী শনিবার মোজাহার মোমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে এটা তাকে জানানো হয়েছে। তবে নিয়োগ বাণিজ্য চলছে এটা তিনি অবগতনন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, আগে থাকতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে সিলিকশন হয়েছে এবিষয়ে তিনি অবগতনন। তবে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।