যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার
Post Views:
৩১০
আঃজলিলঃ
আজ ৬ জুন ( সোমবার) র্যাব-৬ ( সাতক্ষীরা ক্যাম্প) অভিযানে চিহ্নিত সন্ত্রাসী তারেক আহমেদ সজল(৩৮) ও মারুফ/তুহিন(৩২) কে যশোর জেলার অভয়নগর উপজেলার চলশিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদ্বয় যশোর জেলার অভয়নগর উপজেলার চলশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আলী আহমেদ তরফদার ও মৃত মাহমুদের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী আজ বিকাল আনুমানিক তিনটায় র্যার-৬ ( সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় অভয়নগর থানাধীন কতিপয় সন্ত্রাসী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য চলশিয়া ইউনিয়ন অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ থানার কোটা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী তারেক আহমদ সজল ও মারুফ ওরফে তুহিনকে স্থানীয় জনতার সামনে তাদের হেফাজত থাকা ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও ২টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।