পি কে হালদারকে আদালতে তোলা হচ্ছে আজ
আন্তর্জাতিক ডেস্ক:
হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ভারতে গ্রেফতার পি কে হালদারসহ ৬ আসামির ১১ দিনের জেল হেফাজত শেষে আজ আদালতে তোলা হবে।
এর আগে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ আসামিদের গ্রেফতার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইডি জানায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করে।
গ্রেফতারের পর তাদের আদালতে তোলা হলে প্রথমে ৩ দিনের ও পরে আরো ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেফতার ছয়জনের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
হেফাজতে থাকাকালীন ইডি অনেক তথ্যই সংগ্রহ করতে পেরেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেফতারের পর তাদের নিয়ে বিভিন্ন জায়গায় সংস্থাটি তল্লাশি চালায়।
ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, তদন্তের স্বার্থে এখনই কোনো প্রভাবশালীর নাম প্রকাশ করা হবে না। কলকাতাতেও প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসব বিপুল টাকার উৎস জানাতে পারেনি তারা।