কণ্ঠস্বরের রোগে ভুগেছেন হিটলার : ৮৬ বছর পর ডাক্তার ইকেনের চিঠি উদ্ধার
অনলাইন ডেস্ক :
টানা ১০ বছর কণ্ঠস্বরের রোগে ভুগেছেন জার্মানির সাবেক স্বৈরশাসক এডলফ হিটলার। জার্মানির নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ কার্ল অটো ভন ইকেন তার চিকিৎসা করতেন।
কাজিনকে লেখা ডাক্তার ইকেনের ওই চিঠিগুলোর বয়স প্রায় ৮৬ বছর। সম্প্রতি ইকেনেরই এক বংশধর রবার্ট ডোপগেন পারিবারিক নথি সংরক্ষণাগারে ওই চিঠিগুলো পান। খবর রয়টার্সের।
চিঠি পড়ে জানা যায়, গুরুতর এ রোগে আক্রান্ত হওয়া নিয়ে বেশ আতঙ্কে ছিলেন হিটলার। কারণ, মানুষের মাঝে নিজের মতাদর্শ ছড়িয়ে দিতে তার প্রধানই অস্ত্র ছিল কণ্ঠস্বর, ভাষণ, বক্তৃতা দেওয়ার ভঙ্গি।
চিঠিতে ইকেন লিখেছিলেন, কীভাবে তিনি হিটলারের চিকিৎসা করেছেন। ১৯৩৫ সালে ইকেনের কাছে প্রথম চিকিৎসা নিতে যাওয়ার পর হিটলার স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, আমার যদি খারাপ কিছু হয়ে থাকে তবে আমাকে অবশ্যই জানাবেন।
ইকেন ১৯৬০ সালে মারা যান। ব্রিটিশ ইতিহাসবিদ রিচার্ড জে ইভানস এই চিঠিগুলোর সত্যতা প্রমাণ করেছেন। জনগণের সমর্থন পেতে প্রায় সময়ই হিটলারকে বড় বড় বক্তৃতা করতে হতো। তাই অন্যান্য চিঠিতেও হিটলার তার কণ্ঠের চিকিৎসার ওপর গুরুত্ব দিয়েছিলেন।
এসব চিঠিতে দেখা যায়, তার পলিপ অপসারণের একটি অস্ত্রোপচার পরবর্তী ভাষণ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। অস্ত্রোপচারের পর চিঠিতে ইকেন হিটলারকে কণ্ঠকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে আত্মহত্যা করের হিটলার। তার মৃত্যুর পর এক রুশ সাংবাদিক এই চিকিৎসকের সাক্ষাৎকার নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল-বিশ্বযুদ্ধে লক্ষাধিক মানুষ নিহতের মূল হোতা হিটলারকে তিনি হত্যা করেননি কেন। ইকেন তখন বলেছিলেন, ‘আমি একজন চিকিৎসক, খুনি নই।’