শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে পরীক্ষার্থীর জেল জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে অসদুপায় অবলম্বন করায় আশাশুনির এক পরীক্ষার্থীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৪ জুন) সাতক্ষীরা সদরের পল্লীমঙ্গল স্কুল কেন্দ্রে এ জেল জরিমানা করা হয়।
আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়া গ্রামের রবীন্দ্র নাথ দের স্ত্রী কেয়া রানী বসু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করেন তিনি। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) এস এম তারেক সুলতান। বিজ্ঞ আদালতে পরীক্ষার্থীকে ১০ দিনের কারাদন্ড ও জরিমানা করা হয়। তার স্বামী রবীনদে দিনাজপুর মেডিকেলের মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই হিসাবে কর্মরত।
এব্যাপারে সাজাপ্রাপ্ত কেয়া রানীর স্বামী রবীনের সাথে মোবাইলে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, তার উপর অন্যায় করা হয়েছে। তার স্ত্রী কোথায় জানতে চাইলে মোবাইল কেটে দেওয়া হয়।
কেন্দ্র সচিব পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের ইনচার্জ রবিউল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কাছে স্মার্টফোনে অন্যত্র যোগাযোগের অপরাধে কেন্দ্রের ১০৭ নং রুম থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১০দিনের কারাদন্ড প্রদান করেন।
ডিপিও মোঃ রুহুল আমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম তারেক সুলতান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে স্মার্ট মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাইরে যোগাযোগ করা অবস্থায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অপরাধ আইন ১৯৮০ অনুসারে ১০দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু মোবাইল ফোন জব্দ করা হয়েছে কতৃপক্ষ চাইলে বিষয়টি তদন্ত করতে পারবেন।