সরকারি গাছ বিক্রি করায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ
আরাফাত আলী :
আড়াই লক্ষ টাকা মূল্যের ৪০ টি সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। গত বুধবার (১ জুন) মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত মানিক আহম্মদের ছেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী (৬৪) ও তার ছেলে ফিরোজ আহম্মেদসহ (২৭) অজ্ঞাত ৮ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন তিনি।
এজাহার সুত্রে জানাযায়,গত সোমবার (৩০ মে) উপজেলার রায়পুর- নিজদেবপুর সড়কের মোড়ল পাড়া জামে মসজিদের সামনে থেকে ৪০ টি মেহেগুনি গাছ কেটে নেন আসামীরা। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা। সরকারি গাছ গুলো বিক্রি করে সব টাকা নিজের পকেট ভরেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নরীম আলী মুন্সী বলে এজাহারে উল্লেখ আছে।
এবিষয়ে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন,গত সোমবার স্থানীয়রা তাকে জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরকারি গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। তখন তিনি স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এক তপশীলের সরকারি খাস খতিয়ানের জমির গাছ কেটে নিয়েছেন নরিম আলী মুন্সী নিশ্চিত হন তিনি। বিষয়টি তিনি উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাকে অভিহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সরকারি সম্পত্তি বিনষ্ট কারী নরিম আলীকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তিনি।
উল্লেখ্য, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর বাসস্ট্যান্ড-নিজদেবপুর সড়কে মোড়ল বাড়ির মসজিদের সামনে সড়কটির পাশে প্রায় ১৫ বছর আগে গাছগুলো লাগান আওয়ামীলীগের সভাপতি। গাছ গুলো এখন বেশ বড় হয়েছে। কিন্তু কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কেটে নিয়েছেন আওয়ামীলীগ নেতা নরিম আলী মুন্সী।
গত রবি ও সোমবার দুই দিনে শ্রমীক দিয়ে ৩৫ টি গাছ কেটে বিক্রি করে দেন তিনি।স্থানীয় অনেকে জানান,মেহগুনি গাছ কেটে নেয়ার ফলে অতিদ্রুত পুকুরের গর্ভে বিলীন হয়ে যাবে সরকারি রাস্তা। তারা আরো জানায় ৩৫ টি মেহগুনি গাছের মুল্য কয়েক লক্ষ টাকা। আওয়ামীলীগের সভাপতিকে ওই গাছ গুলো কাটতে বাঁধা প্রদান করেন এলাকাবাসী। কিন্তু তিনি বাঁধা প্রদান কারীদের জামাত শিবিরের মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী বলেন, রাস্তার পাশে পুকুরটি আমার, পুকুরের পাড়ে গাছ গুলো আমার লাগানো। পুকুরের পাড় বাঁধাতে হবে এজন্য গাছ গুলো আমি কেটে নিয়েছি। সরকারের সম্পতি থেকে নয় নিজের জমির গাছ কেটে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
এবিষয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, সরকারি গাছ কাটার বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।