মিল্ক ভিটা দুধের দাম বেড়ে এক লিটার ৮০, আধা লিটার ৪৫
নিউজ ডেস্ক:
প্যাকেট দুধসহ দুগ্ধজাত কিছু পণ্যের দাম বাড়িয়েছে মিল্ক ভিটা। দুধ ছাড়াও মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে বাটার, ঘি ও দই।
বৃহস্পতিবার সরকারি এ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পণ্য তালিকায় ১ লিটার প্যাকেট দুধের দাম ৮০ টাকা উল্লেখ করা হয়েছে। যা আগে ছিল ৭৫ টাকা।
এছাড়া ১/২ লিটার প্যাকেট দুধের দাম দেখা গেছে ৪৫ টাকা যা বিক্রি হতো ৪০ টাকায়।
২৫০ মিলিলিটার প্যাকেটের দাম হয়েছে ২৫ টাকা যা ছিল ২২ টাকা।
মিল্ক ভিটা’র ওয়েবসাইটে পণ্য তালিকা
দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড—মিল্ক ভিটা’র মহাব্যবস্থাপক (বিপণন) মো. মইনুল হক চৌধুরী।
দাম বাড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, সবকিছুর দাম বেড়ে গেছে। বাজারে বেড়েছে গো-খাদ্যের দাম। পণ্য প্যাকেজিং খরচও বেড়ে গেছে, বেড়েছে পরিবহন খরচ। এ কারণে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে।
একই সঙ্গে বেড়েছে ঘিয়ের দামও। প্রতি কেজি ঘিয়ের নতুন দাম ১ হাজার ৩২০ টাকা, আগে যা ছিল ১ হাজার ১৮০ টাকা।
এক কেজি মিষ্টি দইয়ের দাম হয়েছে ২১০ টাকা, আগে ছিল ১৯০ টাকায়। টক দইয়ের দাম কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে হয়েছে ১৭৫ টাকা।
প্রসঙ্গত, দুগ্ধ উৎপাদনকারী সরকারি এ প্রতিষ্ঠানটি পাস্তুরিত তরল দুধ, টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা, সন্দেশ, চিজ, কেকসহ ২২ ধরনের পণ্য বাজারজাত করে আসছে।