বুধহাটায় সংখ্যালঘুকে পিটিয়ে জখম, নগদ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় এক সংখ্যালঘুকে পিটিয়ে যখম করে নগদ টাকা ছিনতাই করার অভিযোগ মাদক সেবীদের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে বুধহাটা বাজারে এ ঘটনা ঘটে। আহত উজ্জল ঘোষ বুধহাটা গ্রামের প্রহ্লাদ ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উজ্জল ঘোষ প্রতিদিনের ন্যায় বুধহাটা বাজারের গাজী মার্কেটে চা দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলো। এমন সময় দোকানের পেছনের একটি ভাঙ্গা অংশে বস্তা দিয়ে আলো বাতাসের পথ বন্দ করে দেওয়ায় বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশ্ববর্তী দোকানী মাদক সেবক আবুল কালামের সাথে ধাক্কাধাক্কি হয়। বিষয়টি আহত উজ্জল ঘোষ বুধহাটা বাজার বণিক সমিতির অফিসে মৌখিক ভাবে অভিযোগ দেয়। অভিযোগের বিষয়টি আবুল কালাম সহ তার সহযোগী হাতেম আলীর ছেলে ইমন হোসেন, কুল্যা গ্রামের আব্দুল খালেকের ছেলে, বুধহাটার বাসিন্দা আতিকুল ইসলাম, ডিস বিল্লাল, আব্দুল মান্নান (নুনু) এর ছেলে জাহিদ হাসান, ভ্যান চালক মালেক সংগবদ্ধ হয়ে উজ্জল ঘোষের উপর অতর্কিত হামলা চালায়। দ্বিতীয় হামলার ঘটনায় উজ্জল ঘোষ মারাত্বক ভাবে যখম হয়। এ সময় বুধহাটা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মাজহারুল চা খেতে এসে ঘটনার প্রত্যক্ষভাবে দেখেন।
উজ্জল ঘোষ জানান, হামলাকারীরা হঠাৎ তার দোকানে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় এবং দোকানের নগদ অর্থ লুট করে। এসময় হামলাকারীরা বলে বেশী বাড়াবাড়ি করলে দেশ ছাড়া করবো। হিন্দু সম্প্রদায়, হিন্দুদের মত থাকবি। হিন্দু মারলে কিছুই হয় না। কথা বললে জীবনে শেষ করে ফেলবো। এমনই আশফড়ন করতে থাকে হামলাকারীরা। এমতাবস্থায় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে অসহায় উজ্জল ঘোষ পুলিশ সুপারের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম জানান, মারপিটের ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ এখনো পাইনি । অভিযোগ পেলে অবশ্যই অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।
Please follow and like us: