অবসরে গেলেন নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের শিক্ষক নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়
Post Views:
৩১৬
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের সুযোগ্য গণিত শিক্ষক, দেশসেবায় নিয়োজিত অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়ের বয়স ৬০বছর পূর্ণ হওয়ায় ২ জুন তার শেষ কর্মদিবসে অর্ধবার্ষিকী পরীক্ষার ডিউটি ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২জুন তার চাকরির জীবনের ছিল শেষ কর্মদিবস।
১৯৮৪ সালে তিনি স্কুলে যোগদান করেন এবং ২০২২ সালে অবসর গ্রহণ করেন। তার পিতার নাম মৃত কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। পাঁচ ভাইবোনের মধ্যে সকলের ছোট নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়। তার জন্মস্থান আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই পুত্রের জনক। একই সাথে তিনি সাহিত্যপত্র বিদায়ের সম্পাদনাও করে থাকেন।
স্বাক্ষর শেষে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের পক্ষ থেকে স্যার কে শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলুসহ সকল শিক্ষকবৃন্দ।