সাংবাদিকদের সাথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ’র নব নির্বাচিত কমিটির মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ’র) নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
মতবিনিময় সভায় সেখানে উপস্থিত ছিলেন, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, কার্যকরী সদস্য শাহানুর ইসলাম শাহিনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ছাড়াও আরো উপস্থিত ছিলেন, কার্য নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, এসএম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, ফয়জুল হক বাবু, এসকে কামরুল হাসান, এসএম আকরামুল ইসলাম, খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
সিএন্ডএফ নেতৃবৃন্দ বলেন, ভোমরা স্থলবন্দর একটি সম্ভাবনাময়ী বন্দর। এ বন্দরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তারা আরো বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। আর এ পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের অন্যান্য বন্দরের চেয়ে ভোমরা স্থল বন্দরের গুরুত্ব অনেক বাড়বে বলে তারা এ সময় আশাবাদ ব্যক্ত করেন।