বেনাপোলে ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
সারাদেশে চলমান অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের কর্মসূচীর অংশ বিশেষ বেনাপোলে ২টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার সকাল সাড়ে ১১টায় বেনাপোল শহরে অভিযান চালিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ইউসুফের নেতৃত্বে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেনাপোল স্টার ডায়াগনস্টিক ও বেনাপোল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ সময় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনীর জন্য এক মাস সময় দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ইউসুফ বলেন, যে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো এখনও লাইসেন্স এর প্রক্রিয়া গ্রহন করেনি। পরববর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা দিয়ে আমরা সিলগালা করে দিচ্ছি।