কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন পরিষদ থেকে বেনামি চিঠি ও কাফনের কাপড় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জের রতনপুর ইউনিয়ন পরিষদের হলরুম থেকে বেনামি চিঠিসহ কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মে) বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুম থেকে কাফনের কাপড় ও বেনামি চিঠি উদ্ধার করা হয়। বেনামি চিঠিতে লেখা আছে বেশি নেতা গিরি ফলাতে গেলে তার পরিণাম হবে সাদা কাপড়। তবে স্থানীয়রা ধারনা করছে পরিষদের চেয়ারম্যান এম এম আলরাজী টোকনের জন্য দুর্বৃত্তরা ওই কাফনের কাপড় পাঠিয়েছে।
রতনপুর ইউনিয়ন পরিষদের সচিব খাঁন আহাদুর রহমান জানান, পরিছন্ন কর্মী রহিমা বেগম সকাল ১০ টার দিকে পরিষদের হলরুম পরিস্কার করতে যান। এসময় হলরুমের ভেতরে পলিথিন ব্যাগের ভেতরে সাদা কাপড় দেখতে পান তিনি। সাথে সাথে বিষয়টি সচিবকে অভিহিত করেন পরিছন্ন কর্মী।
এসময় আহাদুর রহমান পলিথিন ব্যাগ খুলে দেখতে পান একটি কাফনের সাদা কাপড় ও বেনামি চিঠি। চিঠিতে লেখা আছে বেশি নেতা ফলাতে গেলে শেষ পরিনতি হবে সাদা কাফন। বিষয়টি তিনি ঢাকায় অবস্থানরত রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আলরাজী টোকনকে অভিহিত করেন। গত শনিবার রাতে জানালা দিয়ে ওই পলিথিন ব্যাগটি রেখে গিয়েছে। পরবর্তীতে বেলা ১২ টার দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক খবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং বেনামি চিঠি ও কাফনের কাপড় উদ্ধার করেন বলে জানান সচিব।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তার ইউনিয়নে কিছু লোক খাল দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে ওই দুস্কৃতিকারীরা তাকে ভয় ভীতি দেখানোর এমন ঘটনা ঘটাতে পারে। তবে বেনামি চিঠিতে কারো নাম উল্লেখ না থাকলেও তাকে উদ্দেশ্য করেই ওই চিঠি লেখা হয়েছে। পরিষদে চেয়ারম্যান ছাড়া আর কেউ নেতা নেই আর সবাই চাকরি জীবি বলে জানান তিনি। এছাড়া তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার ইউপি সচিব এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, কাফনের কাপড় ও বেনামি চিঠি ইউনিয়নের পরিষদের হলরুম থেকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ওসি।
Please follow and like us: