কলারোয়ায় মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা
Post Views:
৪২১
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শনিবার বিকাল ৩ টার দিকে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু।
উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন।
উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম কাজল, মহিলা আ’লীগ নেত্রী হাসিনা খাতুন, শিলা রানী হালদার, হাসিনা আক্তার, জ্যোৎস্না আরা, পারভিন আক্তার লাকিসহ পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।
বক্তারা, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।