শ্যামনগরে ওয়াশ অবকাঠামো তালিকা স্থানীয় সরকারের নিকট হস্তান্তর সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
দাতা সংস্থা অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে ওয়াশ অবকাঠামো গুলোকে স্থানীয় সরকারের নিকট হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। এসময় উক্ত প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলের মাঝে উপস্থাপন করেন। একই সাথে তিনি এ পর্যন্ত প্রকল্প হতে বাস্তবায়িত ওয়াশ অবকাঠামো গুলোর তথ্য সকলের মাঝে উপস্থাপন করেন।
প্রকল্পের মেয়াদ শেষ হলে ওয়াশ অবকাঠামোগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে এবং রক্ষণাবেক্ষণ পরিকল্পনা কেমন হবে সে বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের নিকট হতে মতামত চাওয়া হয। উপস্থিত সিবিও প্রতিনিধিরা জানান, প্রকল্পের মেয়াদ শেষ হলে তারা যেকোন উপায়ে অবকাঠামোগুলো চলমান রাখবে। সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে ওয়াশ অবকাঠামোগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রত্যেক জায়গায় একটি করে কমিটি দায়িত্ব পালন করবে কোন প্রকার সমস্যা সৃষ্টি হলে কমিটির সদস্যরা তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যানকে অবহিত করবে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, আমার ইউনিয়নে যে সকল ওয়াশ অবকাঠামো আছে সেগুলো আমি রক্ষণাবেক্ষণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকব এবং নিয়মিত কমিটির সদস্যদের সাথে যোগাযোগ রাখব। উক্ত অনুষ্ঠানের সভাপতি হাজী নজরুল ইসলাম বলেন, যেহেতু আমি নবনির্বাচিত জনপ্রতিনিধি। সকল ওয়াশ অবকাঠামোগুলো তালিকা আমার কাছে যেহেতু প্রণয়ন করা হয়েছে আমি অবকাঠামোগুলো নিজে ভিজিট করবো এবং এর কমিটিগুলো কার্যকর করার জন্য সর্বদা সচেষ্ট থাকব।
সভা শেষে প্রত্যেক অবকাঠামোর জন্য আলাদা আলাদা কমিটি প্রণয়ন করা হয় এবং কমিটির সদস্যদের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য বৃন্দ, রিকল-২০২১ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Please follow and like us: