কাশিমাড়ী ইউনিয়ন সিপিপি’র উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া
রবিউল ইসলাম,শ্যামনগর :
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন সিপিপি’র উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬মে) বিকালে গোবিন্দপুর কলেজ মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা ব্র্যাক’র দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ মাঠ মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ মহড়ার অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রন্জন মন্ডল, কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সরদার আব্দুল হান্নান, গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সিপিপি বিভিন্ন টিম লিডারবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও রূপায়ণে ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর শ্যামনগরের সিনিয়র সহকারী পরিচালক মুনসী নুর মোহাম্মদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রনজিৎ বর্মন।
Please follow and like us: