তালায় বাসের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হওয়া অসুস্থ পাখি উদ্ধার
Post Views:
৭৩৭
তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলা ঘোষ নগর সাইক্লোন সেন্টারের সামনে প্রায় বিলুপ্তির পথে একটি কাঠঠোকরা পাখি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকেন। স্থানীয় লোকজন সেটা উদ্ধার করে সেভ ওয়াইল্ড লাইফ সংগঠন কে খবর দিলে সংঙ্গে সংঙ্গে সেভ ওয়াইল্ড লাইফ এর সাংগঠনিক সম্পাদক জহর হাসান সাগর,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং তালা উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ ইউনুস আলী কে নিয়ে ঘটনাস্থলে যেয়ে পাখিটা অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পাখিটার একটি ডানা ভেঙ্গে যাওয়ায় সেখান থেকে পাখি টা কে নিয়ে তালা প্রাণিসম্পদ হাসপাতালে যেয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেভ ওয়াইল্ড লাইফ এর হেফাজতে রাখে এবং পাখিটি সুস্থ হলে পরবর্তীতে মুক্ত করা হবে জানান উক্ত সংগঠনের কর্মকর্তারা।