Post Views:
৪৫৫
মুন্সীগঞ্জ হরিনগর আইবুড়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ নেট পাটা অপসারণ করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টা থেকে মুন্সীগঞ্জ নৌ ফাঁড়ির দায়িত্বে থাকা এ এস আই হাসানের নেতৃত্বে এ অভিযান চালায়।
আগামী বর্ষা মৌসুমীতে জলবদ্ধতা নিরাসনে ও নদীর পানি প্রবাহ ঠিক রাখতে অভিযান পরিচলনা করা হয়। অবৈধ নেট ও আটং আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নৌ পুলিশের এ এস আই হাসান বলেন, ছোট ছোট নদী ও খালের গতি পথ রক্ষার্থে পানি প্রবাহ ঠিক রাখতে।এছাড়া সামনে বর্ষা মৌসুমীর জলবদ্ধতা নিরসানে এধারনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Please follow and like us:
20