কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময়
কামরুল হাসান :
কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাস এঁর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস কলারোয়ার সকল উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের উদ্যোগী ভূমিকা রাখার আহবান জানান। সাংবাদিকদের লেখনীতে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সদস্য মাস্টার সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, রাজু রায়হান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সাংবাদিক জুলফিকার আলী, ফারুক হোসেন, গোলাম রসুল, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক ক্রীড়া প্রতিবেদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এম এ মান্নান প্রমুখ।