তালায় দৃষ্টি প্রতিবন্ধী ও মহিলাকে মারপিঠ, আহত ২
Post Views:
৩৯৬
নিজস্ব প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালার খলিলনগর গোনালী নলতা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ার সরদার (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগমকে বেধড়ক মারপিট ও স্লীতাহানি করেছে একই এলাকার সামছরু সরদারের ছেলে ইবাদুল সরদার। বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ার সরদার ও তার স্ত্রী হাসিনা বেগম গুরুত্বর আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎধীন রয়েছে।
বিবারণে জানাযায় , রবিবার দুপারে প্রতিবন্ধী মতিয়ার সরদার ঘাসের জমিতে শত্রতা করে ইবাদুল সরদারের ছাগল বেধে রেখে যাই। এক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ারের স্ত্রী হাসিনা বেগম তাদের জমি থেকে ছাগল খুলে ইবাদুলের বাড়িতে নিয়ে গেলে দৃষ্টি প্রতিবন্ধী ও তারস্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাচ করতে থাকে। একপর্যায়ে হাসিনা বেগমকে বেধড়ক ভাবে কিল, ঘুসি সহ স্লীতাহানির ঘটনা ঘটায় এবং দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ারকেও মারপিট করে ইবাদুল।
মতিয়ার সরদারের পুত্র ইউনুছ সরদার জানান, আমার পিতা অন্ধ, আমার মা অন্যর জমিতে কাজ করে আমাদের সংসার চালাই। ইবাদুল আমার পিতা ও মাতাকে বেধড়ক মেরেছে। আমার মা রক্তবমি করছে। বুকে স্বজোরে কিল ও ঘুসি মারাতে এমন হচ্ছে। তালা থানাতে আমি বাদি হয়ে অভিযোগ করেছি। আমি আমার পিতা ও মাতাকে বেধড়ক মারায় প্রসাসনের হস্তক্ষেপ কামনা করি।
খলিলনগর ইউনিয়ন ক্যাম্পের এস আই শহিদুর ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে আমি ঘটনা স্থলে এসেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।