পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভূমিদাতারা শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যাচার করায় প্রতিবাদ সভা
অনাথ মন্ডল ,শ্যামনগর :
পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে সংবাদের মাধ্যমে ভূমিদাতাদের পক্ষ ও একটি স্বার্থনেশী মহল বিভিন্ন ভাবে মিথ্যাচার করার কারণে প্রতিবাদ সভা করে।
স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের মানুষদের উপস্থিতে প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডলের পরিচালনায় শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি ডালিম কুমার ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অসীম কুমার জোয়ারদ্দার ,বিশেষ অতিথি মৃনাল কান্তি বিশ্বাস সাবেক প্রধান শিক্ষক,স্বপন কুমার বিশ্বাস ভূমিদাতা সদস্য, বিকাশ চন্দ্র মন্ডল ইউপি সদস্য,বিধান চন্দ্র মন্ডল, প্রতীস চন্দ্র সরদার, দিনেশ চন্দ্র বিশ্বাস,আব্দুল মজিদ,প্রশান্ত কুমার মিস্রী, ঠাকুর চরণ মন্ডল,সালাউদ্দিন,মৃত্যুঞ্জয় গাইন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক। এসময় সবাই বলেন বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ করা হবে। যারা শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: